ব্যবসা বাণিজ্য করার জন্য কুমিল্লা ব্র্যাক (প্রত্যাশা) অফিস থেকে নগদ = ৭০/= হাজার টাকার চেক। গত ১৩ মার্চ ২০২৫ ইং তারিখে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসকে"র হাত থেকে চেক গ্রহণ করিলাম । এতে উপস্থিত ছিলেন কুমিল্লা ব্র্যাক ব্রাঞ্চের কর্মকর্তা।
(ব্যবসার ধরন কম্পিউটার এবং ফটোস্ট্যাট মেশিন, পাশাপাশি অতিরিক্ত একটি ৭ হাজার টাকা দামের ছাগল পালন করার জন্য)।
টাকার পরিমান সর্বমোট ৭৭ হাজার টাকা মাত্র।